জীবনের হালখাতা
নিয়াজ উদ্দিন সুমন
ক্ষনস্থায়ী জীবনে মিছে মায়ার বাঁধনে
প্রতিদিন জমা হয় ভাললাগার-
ভালোবাসার কতশত লেনা-দেনা।
চলার পথে চোখে দেখা স্মৃতি গুলো
একে একে আল্পনা আকেঁ মনের গহীনে।
হাজারো রঙিন স্বপ্নের জাল বুনি
প্রিয়মুখের মিষ্টি হাসির পানে চেয়ে
কখনো সফল হই, কখনো বা ব্যার্থ।
সকল বাধা-বিপত্তির দেযাল মাড়িয়ে
কত সংগ্রামই না করে চলি প্রতিনিয়ত
একটু সুখ, একটু শান্তির পরশ পেতে।
প্রাপ্তি-অপ্রাপ্তির এমন দোলাচলে
জীবন বয়ে চলে জীবনের নিয়মে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্য(গুলি)
প্রিয় পাঠক,একটি পোস্ট আপনার ভালো লাগলে কমেন্ট জানাবেন, খারাপ লাগলে জানাবেন কি করলে আরো ভালো লাগবে। তবেই আপনাদের মানসম্মত পোস্ট উপহার দিতে পারবো।