প্রাপ্তি
মারুফ আহম্মেদ অন্তর
জীবনের সব চাওয়া পাওয়া
সব অপূর্ণতা আমি ভুলে যাই
তোমাকে পাওয়ার পর
তোমাকে পেয়ে আমি সব পেয়েছি
আমার জীবনের সেরা প্রাপ্তি
আমি পেয়েছি তোমায়
আমি হয়েছি তোমার।
জীবনে আমার নেই কোনচাওয়া
নেই কোন আশা, নেই কোন অপূর্ণতা
আমার ভালোবাসা কে
আমি আপন করেনিয়েছি
আমার জীবন সাথীকে
আমার মতো করে পেয়েছি।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্য(গুলি)
প্রিয় পাঠক,একটি পোস্ট আপনার ভালো লাগলে কমেন্ট জানাবেন, খারাপ লাগলে জানাবেন কি করলে আরো ভালো লাগবে। তবেই আপনাদের মানসম্মত পোস্ট উপহার দিতে পারবো।