.

.

0

                                                               Image result for bangla love poems for girlfriend






প্রাপ্তি

মারুফ আহম্মেদ অন্তর

                                                              জীবনের সব চাওয়া পাওয়া

 সব অপূর্ণতা আমি ভুলে যাই
তোমাকে পাওয়ার পর
তোমাকে পেয়ে আমি সব পেয়েছি
আমার জীবনের সেরা প্রাপ্তি
আমি পেয়েছি তোমায়
আমি হয়েছি তোমার।
জীবনে আমার নেই কোনচাওয়া
নেই কোন আশা, নেই কোন অপূর্ণতা
আমার ভালোবাসা কে
আমি আপন করেনিয়েছি
আমার জীবন সাথীকে
আমার মতো করে পেয়েছি।




no image

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক,একটি পোস্ট আপনার ভালো লাগলে কমেন্ট জানাবেন, খারাপ লাগলে জানাবেন কি করলে আরো ভালো লাগবে। তবেই আপনাদের মানসম্মত পোস্ট উপহার দিতে পারবো।