দিন শেষের প্রাপ্তি
এম জামাল উদ্দীন বাপ্পী
তোমাকে দেখার প্রথম সে প্রহর
বিবর্ণ হলেও দু’চোখ বুজলে দেখি
একটুকরো চাঁদের হাসি।
লোকালয়ে লোকারণ্যে গৌধুলী শেষে
তোমার অস্থিতি ইদানিং চারিদিকে
অসম্পৃক্ত নির্জন প্রান্তময় করে
শূন্যতায় ভরে তুলে আমার ভূবণ।
তোমাকে দেখার প্রবল আকাংঙ্খাগুলো ম্লান হয়
গৌধুলীর বিষন্নতায়, দিনের অন্তিম আভায়
নিঃশব্দে বাদুরের পাখা মেলা সাঁঝে।
আমার প্রাপ্তির পূর্ণতার ঝুড়ি
শূন্যই থেকে যায় দিন শেষে
রাত আসে নিবিড় অসহনীয় কষ্ট নিয়ে
প্রতিদিনের আমার ছন্নছাড়া জীবনে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্য(গুলি)
প্রিয় পাঠক,একটি পোস্ট আপনার ভালো লাগলে কমেন্ট জানাবেন, খারাপ লাগলে জানাবেন কি করলে আরো ভালো লাগবে। তবেই আপনাদের মানসম্মত পোস্ট উপহার দিতে পারবো।