কিছু প্রাপ্তি
রাবেয়া রাহীম
কিছু সময়ের প্রাপ্তি, কিছু অনুভূতি, কিছু স্মৃতি,
কিছু বোধ, কিছু দ্বিধা, কিছু একান্ত আপন আলাপে
পূর্ণ করেছিলাম নিজেকে
সেই পূর্ণতার অভিশাপেরা ছাড়ছেনা পিছু।।
ভালই আছি,
স্বপ্নহীন আর শূন্য জীবন নিয়ে বেঁচে আছি,
নীরব আর্তনাদে কেটে যাচ্ছে দিন-রাত্রি ,
স্মৃতি গুলি দুর্বিনীত নদীর মতন প্রবাহিত হয়ে,
দুঃখ ছোঁয়ার প্রতিযোগিতায় মত্ত ।।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্য(গুলি)
প্রিয় পাঠক,একটি পোস্ট আপনার ভালো লাগলে কমেন্ট জানাবেন, খারাপ লাগলে জানাবেন কি করলে আরো ভালো লাগবে। তবেই আপনাদের মানসম্মত পোস্ট উপহার দিতে পারবো।