ভালবাসা কি?
আমার জন্য কারো যদি কষ্ট হয়,
তবে আমারও খুব বেশি কষ্ট হয়।
তবে আমারও খুব বেশি কষ্ট হয়।
একজনের কষ্টে আরেকজন যদি কষ্ট না-ই পায়,
তবে কি তাকে সত্যি- মানুষ বলা যায়?
তবে কি তাকে সত্যি- মানুষ বলা যায়?
আমি তো কারো কষ্টের কারণ হতে চাই না,
কেউ কষ্ট পেলে আমি নিজেও শান্তি পাইনা।
কেউ কষ্ট পেলে আমি নিজেও শান্তি পাইনা।
আমার বিবেক আমাকে চাবুক দিয়ে মনে হয় আঘাত করে,
সেই যন্ত্রণায় চোখের পানি অঝোরেই ঝরে।
সেই যন্ত্রণায় চোখের পানি অঝোরেই ঝরে।
দু’ফোটা চোখের জল অনেক কষ্টে ভিতর থেকে আসে,
তখন মনে হয় কেউ নেই বুঝি আমার পাশে।
তখন মনে হয় কেউ নেই বুঝি আমার পাশে।
ভালোবাসা কি মায়াময়, না কি ছলনাও হয়?
ভালবাসা কি একে অন্যের হয়ে এক সাথে থাকা?
ভালবাসা কি একে অন্যের হয়ে এক সাথে থাকা?
না দেখে না থেকেও ভালবাসাকে যায় তো পুষে রাখা,
ভালবাসা নয় চোখের দেখা আর এক সাথে থাকা।
ভালবাসা নয় চোখের দেখা আর এক সাথে থাকা।
কিছু সময়ের ভাললাগা-ভালবাসা সেতো মিথ্যা নয়,
তবে সবই কেন মানুষ একেবারে-ই ভূলে রয়?
তবে সবই কেন মানুষ একেবারে-ই ভূলে রয়?
আমার তো ভাবতে-ই অনেক বেশি কষ্ট হয়।
সবার জন্য আমার কেন এতো মায়া হয়?
সবার জন্য আমার কেন এতো মায়া হয়?
আমি তো শুধু-ই আমার, আর কারো-ই নয়।
আমি যে আর কারো-ই হতে পারি না,
ধরতেও পারি না আবার ছাড়তেও পারি না।
ধরতেও পারি না আবার ছাড়তেও পারি না।
ভালবাসা কি? সে কি চোখের পানি?
কে তা জানে- তবে কি আমি জানি?
কে তা জানে- তবে কি আমি জানি?
আমি ভালো করতে যেয়ে কারো কি ক্ষতি করে দিলাম!
তবে কেন আজ এতো কষ্ট আমি পেলাম?
আমি কি নিজে-ই নিজেকে কষ্ট দিলাম?
আমি কি নিজে-ই নিজেকে কষ্ট দিলাম?
তবে কেন আজ নিজের কাছে- এতো অপরাধী হয়ে গেলাম?
যার জন্য আজ আমার কষ্ট আর চোখে জল,
আমাকে সে না পেলেও আজ সত্যি সে সফল।
আমাকে সে না পেলেও আজ সত্যি সে সফল।
সে কি এতো ভালো বেসেছিল- না কি আমি বাসলাম?
তবে কেন তার জন্য আমি এতো কাঁদলাম?
সেও কি খুব কষ্ট পাচ্ছে- না কি সে ভালো আছে?
তবে কি তার এতো দিনের ভালবাসা সবটা-ই ছিল মিছে?
তবে কেন তার জন্য আমি এতো কাঁদলাম?
সেও কি খুব কষ্ট পাচ্ছে- না কি সে ভালো আছে?
তবে কি তার এতো দিনের ভালবাসা সবটা-ই ছিল মিছে?
কিছু-ই তো বুঝতে পারছি না, কি আর ভাববো বসে পিছে।
মানুষ কি অসহায়- না কি ভালবাসা?
তারপরও মানুষ কেন দেখে এতো আশা?
তারপরও মানুষ কেন দেখে এতো আশা?
ফেসবুকঃ ডাঃ রুখসানা আমিন সুরমা
ইমেইল: ruksanasurma@gmail.com
ইমেইল: ruksanasurma@gmail.com
একটি মন্তব্য পোস্ট করুন
1 মন্তব্য(গুলি):
Casinos in Malta - FilmFileEurope
Casino games at CasinoEurope. This article is the first comprehensive review of 안전 공원 their bet365 해외 배당 흐름 services, services and payment methods. Casinos What is 사설토토 창업 샤오미 the 봄비 벳 casino games 사설토토 중독 샤오미 and payouts of casino games?How much does a casino game cost?
প্রিয় পাঠক,একটি পোস্ট আপনার ভালো লাগলে কমেন্ট জানাবেন, খারাপ লাগলে জানাবেন কি করলে আরো ভালো লাগবে। তবেই আপনাদের মানসম্মত পোস্ট উপহার দিতে পারবো।