একটি প্রেমের গল্প......(1)
ছেলেটির সাথে মেয়েটির পরিচয় কোন একটি রং নম্বর থেকে।
আস্তে আস্তে বন্ধুত্ব থেকে তারা একটি সুন্দর প্রেমে জড়িয়ে পড়ে।
দুজন দুজনাকে খুব ভালবাসতে শুরু করে।
কিন্তু তারা কখনও কাউকে একটিবারও চোখের দেখা দেখতে পায়নি।
একদিন ছেলেটি মেয়েটিকে বলল .....:এই শুনো আমরা কাল দেখা করব।
....:মেয়েটিও খুব খুশি মনে বলল আচ্ছা ঠিকাছে।
.....:কিন্তু আমি তোমাকে তো কখনও দেখিনি কি করে চিনব?
.....:ঠিকাছে তাহলে আমি পার্কে নতুন সাদা একটি ড্রেস পড়ে আসবো
আর তখন হাতে একটি সদ্য সাদা গোলাপও থাকবে।
আর সাদা শার্ট কালো পেন্ট পড়ে একটি লাল গোলাপ নিয়ে আসবে!
.....:হুম তাহলে কাল আমরা আমাদের দুজনাকে দেখব।
মেয়েটি পার্কের একটি পাশে গাছের নিচে ঠিক সেই ড্রেস আর ফুল নিয়ে বসে থাকল।
ছেলেটি পিছন থেকে দেখে তার কাছে গিয়ে I Love u বলে মেয়েটিকে ফুল দিয়ে দিল।
কিন্তু সেখানে মেয়েটি ছিলনা।এক বৃদ্ধা মহিলা বসেছিল।
ছেলেটি তারপরও সেই বৃদ্ধা মহিলাটিকে ফুলটি দিল।
তখন মহিলাটি বললঃ তুমি যাকে ভালবাসো সে আমি নই।
সে ঐ গাছের পিছনে লুকিয়ে আছে।
একটু পর আড়াল থেকে মেয়েটি এসে ছেলেটিকে বলরঃ আসলে আমি দেখছিলাম যে তুমি কি আমাকে সত্যিই ভালবাসো কিনা।
কিন্তু আমি যদি এমন বৃদ্ধা হতাম তাহলে কি তুমি আমাকে ভালবাসতে?
ছেলেটি তখন মেয়েটিকে বললঃ আমি তোমার ভালবাসাটাকে ভালবেসেছি তোমার শরীরকে নয়।
আমি তোমার মনের ঐ পবিত্র মনটাকে ভালবেসেছি তোমার রূপকে নয়।
মেয়েটি তখন কিছু না বলেই চোখের অশ্রু গুলো ঝরে পড়তে লাগল আর ছেলেটিকে জড়িয়ে ধরে বলল সরি আমিও তোমাকে খুব ভালবাসি I love u...... সত্যিই এমন ভালবাসা আজকাল পাওয়াটা খুব কম
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্য(গুলি)
প্রিয় পাঠক,একটি পোস্ট আপনার ভালো লাগলে কমেন্ট জানাবেন, খারাপ লাগলে জানাবেন কি করলে আরো ভালো লাগবে। তবেই আপনাদের মানসম্মত পোস্ট উপহার দিতে পারবো।