বাংলা উপদেশ এসএমএস/Advice Sms
*ভালবেসে সারা জীবনের জন্য যার হাতটা ধরতে পারবে না, অল্প কিছুদিনের জন্য তার হাত ধরে অভিনয় করোনা।
*কারো সাথে বন্ধুত্ব করার আগে তাকে পরীক্ষা করে নেয়া উচিত, সে বন্ধুত্বের যোগ্য কিনা।
*বেশি কিছু আশা করা ভুল, বুঝলাম আমি এত দিনে, মুক্তি মিলে না কোন দিন জড়ালে হৃদয় কোন ঋণে। ........
*প্রত্যেক মানুষের মাথায় এক বা একাধিক টেকনিকেল সমস্যা থাকে । আর তাই বলে এটা ভাবার কোনো অবকাশ নেই যে সে পাগল ।
*মেয়েদের মন হয় নরম এবং অনুভূতিপ্রবণ। সে কারণে ওদের উপর ভালমন্দ দু’টি দিকেরই প্রভাব অত্যন্ত তীব্র হয়ে থাকে। সুতরাং মেয়েদের যদি সময়মত সুশিক্ষা দেওয়া না হয় তবেএর বিষম ফল পিতা মাতাকে দুনিয়া ও আখেরাতে সমভাবে ভোগ করতে হবে। .......ইমাম আহমদ ইবনে হাম্বল (রাহঃ)
*পরের প্রশংসা পেতে হলে, অপরকে প্রশংসা করতে হয়
*জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম। যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন। তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেইল করাটা স্বাভাবিক⌡
*কখনো কখনো কাউকে ভুলে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা কঠিন., কিন্তু... একবার যদি আপনি সামনে এগিয়ে যেতে পারেন... তবে পেছন ফিরে দেখবেন আপনার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তটাই আপনি নিয়েছিলেন
*নিজেকে সস্তা করে ফেলবেন না, তাহলে প্রয়োজনের সময় সবার গ্রহণযোগ্যতা পাবেন না।
*মুখের কথাকে নয়, বিশ্বাস করুন কাজকে।
*আপনার প্রিয় মানুষটি কোন কারণে আপনার উপর রাগ করতে পারে। কেননা, এটা তাঁর অধিকার। আর তাঁর রাগ ভাঙ্গানোটা আপনার দায়িত্ব।
* সেই তোমাকে সত্যিকারের ভালবাসে, যে তোমার দেয়া শত কষ্ট, যন্ত্রনা, অপমান মুখ বুঝে সহ্য করে।
*ভালো মানুষের রাগ থাকে বেশী। আর যারা মিচকা শয়তান তাঁরা রাগে না। পাছায় লাথি দিলেও, লাথি খেয়েও হাসবে।
*একজন সুন্দরী আকর্ষনীয় নারীর পাশে ২ ঘন্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে যাচ্ছে। গ্রীষ্মের গরমের মাঝে ২ মিনিট হাঁটুন, মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন। - আলবার্ট আইনস্টাইন।
*ভালোবাসার সুখ যেমন স্বর্গীয়। তেমনি যন্ত্রণাও নরকীয়, তবুও তা মধুর।
*সব মানুষই প্রেমে পড়ে। কেউ প্রকাশ করে,কেউ লুকিয়ে রাখে। প্রেম ভালোবাসা থেকে এ জগতে কেউই দূরে থাকতে পারে না।
*লাজুক ধরনের মানুষ বেশির ভাগ সময় মনের কথা বলতে পারে না। মনের কথা হড়বড় করে বলতে পারে শুধু মাত্র পাগলরাই। পাগলরা মনে হয় সেই কারনে সুখি।
* যে ব্যক্তি অপরের দোষের কথা তোমার নিকট প্রকাশ করে, সে নিশ্চয়ই তোমার দোষের কথাও অপরের নিকট প্রকাশ করে থাকে|
*পৃথিবীতে দুজন মানুষকে খুব বেশি ভালোবাসা উচিত। একজন হলো - যে তোমাকে জন্ম দিয়েছে আর একজন হলো - যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে.
*কখনো ই কারো এমন প্রশংসা করবেন না। যে প্রশংসা কারো মনে প্রশ্নের সৃষ্টি করতে পারে।
*পৃথিবীতে যদি অপেক্ষা না থাকতো, তবে বোধ হয় পৃথিবীটা এতো সুন্দর হতো না।
*একটি হাঁস যদি সারাদিন পানিতে থাকেলেও, তাঁর গায়ে লেগে থাকে না, ঝরে পড়ে। তেমনি মা তাঁর সন্তানকে যতো ই অভিশাপ দেয় না কেনো, তা সন্তানের গায়ে লাগে না।
*সময় বদলে যায় জীবনের সঙ্গে, জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে, সম্পর্ক বদলায় না আপনজনের সঙ্গে, খালি আপনজন বদলে যায় সময়ের সঙ্গে..
* যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি।
*মানুষের সব সখ মেটা উচিত নয় । কারন সব সখ মিটে গেলে, বেচেঁ থাকার প্রেরণা নষ্ট হয়ে যায় ।
*পৃথিবীতে যদি দুঃখ না থাকতো, তবে মানুষ সুখ খুঁজতো না। দুঃখই মানুষকে সুখ সন্ধানী করে তুলে।
*কোনো কিছু পাওয়ার আনন্দের চেয়ে, না পাওয়ার বেদনা অনেক বেশী যন্ত্রনাদায়ক।
*কোনো কিছু না পাওয়ার জন্য আপনিই বেশী দায়ী, কারণ একটাই, আপনার চাওয়ায় ত্রুটি ছিল।
*মানুষকে জোর করে পরাধীনতার শিকলে বন্দি করা গেলেও, মানুষের মনের স্বাধীনতা হরন করার সাধ্য কারো নেই। আকাশের মতোই মনের স্বাধীনতা সর্বব্যাপী। *
জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর করবেন না , কারন অন্ধকারে আপনার চায়াও আপনাকে ছেড়ে চলে যায় ।
* বিশ্বাস মানুষের একান্ত ব্যক্তিগত বিষয়। একটি সত্য ঘটনা একজন বিশ্বাস করলেও, অন্যজন বিশ্বাস নাও করতে পারে। যে বিশ্বাস করছে না তাকে বিশ্বাস করানোটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। এক্ষেত্রে প্রমাণ অতি জরুরি। ......................প্রত্যাশী।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্য(গুলি)
প্রিয় পাঠক,একটি পোস্ট আপনার ভালো লাগলে কমেন্ট জানাবেন, খারাপ লাগলে জানাবেন কি করলে আরো ভালো লাগবে। তবেই আপনাদের মানসম্মত পোস্ট উপহার দিতে পারবো।