.

.

0
Image result for লাভ ষ্টোরি
কাউকে কথা দেওয়ার আগে বারবার ভেবে দেখবেন

 কাউকে কথা দিয়ে জীবনে জড়িয়ে ফেলা অনেক সহজ 
কিন্তু কঠিন হচ্ছে সেই কথাটি ধরে রাখা..... 
কাউকে কথা দেওয়ার আগে বারবার ভেবে দেখবেন 
কথাটা আপনি রাখতে পারবেন কি না..... 
মনে রাখবেন, নদীর মাঝপথে কাউকে ছেড়ে না দিয়ে 
যদি শুরুতেই বলে দেন যে আপনি নৌকা চালাতে পারেন না 
তাহলে হয়তো আপনার ভুলে তাকে ডুবে মরতে হবেনা..... 
তাই সিদ্ধান্ত নেওয়ার বা দেওয়ার আগে বারবার ভাবুন 
তার সাথে জড়িত দায়িত্বগুলো পালন করতে পারবেন কিনা..... 
সবসময় খেয়াল রাখবেন 

আপনার ভুলটা কখনো যেন কারোর চোখের পানির মাঝে বেঁচে না থাকে...

কষ্ট
কাউকে কষ্ট দেয়ার মধ্যে কোন বীরত্ব নাই। 
যে যার কাজের ফলাফল একদিন না একদিন পাবেই ...।। 
আজকে তুমি হয়তো একটা মানুষকে কষ্ট দিয়ে সরে গেলা ... 
সেই মানুষটার অনেকগুলা নির্ঘুম রাতের সাক্ষী 
চোখের নিচের ঐ কালো দাগগুলো একদিন না একদিন 
তোমার জীবনে ফেরত আসবেই ...।। 
সেই মানুষটা আজ তোমার জন্য যেমন ছটফট করে ঘুমাতে পারছে না ... 
তুমিও ঘুমাতে পারবে না একদিন, হয়তো অন্য কোন সময়ে, 
অন্য কোন কারণে !! তুমি এখন যতই সুখে থাকো, 
যতই আনন্দে থাকো ... কোন না কোন একদিন প্রত্যেক ফোঁটা 
কান্নার হিসাব তোমাকে পাই টু পাই বুঝিয়ে দেয়া হবে ... 
যে কান্নাগুলোর কারণ ছিলে শুধুই তুমি !! 
তুমি হয়তো বুঝবেও না, কেন কষ্ট পাচ্ছো ... 
তুমি ভুলে যাবা সব !! মানুষ অতীতকে ভুলে যায় ... 
অতীত মানুষকে ভুলে না ... 
পিছু পিছু এসে সব দেনা-পাওনা শোধ করে দিয়ে যায় ...।। 

no image

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক,একটি পোস্ট আপনার ভালো লাগলে কমেন্ট জানাবেন, খারাপ লাগলে জানাবেন কি করলে আরো ভালো লাগবে। তবেই আপনাদের মানসম্মত পোস্ট উপহার দিতে পারবো।